Event Details

বোমা নিষ্ক্রিয় করবে রুয়েটের শিক্ষার্থীদের তৈরি এই রোবট

বোমা নিষ্ক্রিয় করবে রুয়েটের শিক্ষার্থীদের তৈরি এই রোবট।

যুদ্ধক্ষেত্র এখন শুধু গোলা-বারুদে সীমাবদ্ধ নেই। প্রতিনিয়ত যুক্ত হচ্ছে আধুনিক সব সমরাস্ত্র—ড্রোন, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, রোবটিক যন্ত্র, আরও কত কী! সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটে এবার যুক্ত হলো একটি দূরনিয়ন্ত্রিত রোবট। এটি তৈরি করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একদল শিক্ষার্থী। তাঁরা সবাই মেকাট্রনিকস প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। তাঁরা হলেন রুয়েট রোবটিকস সোসাইটির সদস্য এস এম শাফায়েত জামিল (দলনেতা), কাজী আতিফ, মো. আল তাসদীদ উল, ইয়াশসির আরাফাত ও আরিফুল ইসলাম। পরামর্শক ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. রোকনুজ্জামান রানা ও মেকাট্রনিকস প্রকৌশল বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলী।
রোবটের বৈশিষ্ট্য
শিক্ষার্থীদের তৈরি রোবটটির নাম হেডিস-এক্স-জিরোথ্রি। দলনেতা শাফায়েত জামিল জানালেন, গ্রিক পুরাণে হেডিসকে বলা হয় ‘পাতাললোকের দেবতা’। আর এক্স-জিরোথ্রি নির্দেশ করে রোবটের ট্রায়াল নম্বর। এভাবেই তাঁরা রোবটের নাম করেছেন হেডিস-এক্স-জিরোথ্রি।

#সংবাদটি জাতীয় দৈনিক প্রথম আলো থেকে নেয়া।