Event Details

RUET team secured 2nd place in Network Track 2 in the Global Round, 8th Huawei ICT Competition 2023-24.

The team from Rajshahi University of Engineering & Technology (RUET) participated in the Global Round of the 8th Huawei ICT Competition 2023-24 from Bangladesh. The Bangladesh team secured 2nd place in Network Track 2 in the Global Round. Heartfelt congratulations and best wishes to Shubham Agarwala (CSE 18), Rakesh Kar (CSE 19), and Md. Azmain Yakeen Srijon (Instructor and Assistant Professor, CSE) for representing RUET.

৮ম হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন ২০২৩-২৪ এর গ্লোবাল রাউন্ডে বাংলাদেশ থেকে অংশ নেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) দল। গ্লোবাল রাউন্ডে বাংলাদেশ দল নেটওয়ার্ক ট্রাক ২ থেকে ২য় স্থান অর্জন করেছে তারা। এই দলে রুয়েটকে প্রতিনিধিত্ব করায় শুভম আগারওয়ালা (সিএসই ১৮), রাকেশ কর (সিএসই ১৯) এবং মোঃ আজমাইন ইয়াক্বীন সৃজন (ইন্সট্রাক্টর এবং সহকারী অধ্যাপক, সিএসই)-কে রুয়েট পরিবারের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।